যে আশায় আমি পথ চেয়ে বসি
যে আশায় গান গাই,
সুখের সে দিন হারিয়ে গিয়েছে
কানুর তো দেখা নাই।
হারিয়ে গিয়েছে আসবো বলে সে
কোন দ্বারকার দেশে,
চোখের জলেতে সে পথ চেয়েছি
ভিখারিনী বধু বেশে।
এখানে তো সেই ভাঙন ধরানো
নীল যমুনার কাছে,
মনে ভাবি কানু বসে আছে কোথা
নীপ বীথী শাখে গাছে।
রোজ ভাবি বসে সে বেণু বাজায়
বাঁশি বাজে বুঝি দূরে,
তার বিরহেই এ রোদন ঝরে
হাসি বাঁশরির সুরে।
আমার যে প্রেম পথ হারা হয়
ব্রজের ধূলায় লতায় পাতায়,
বায়ু মৃদু বয় এই নিরালায়
গোধেনুরা উপবাসে ।
নীরবেই নিশি ভোর হয়ে যায়
নাহি গায় কানু না বাঁশি বাজায়,
সে দুখের কথা কারে বলি হায়
নিধুবনে বায়ু হাসে।
আমার ব্রজের কানাই যদি চলে যায়
দ্বারকা নগরী এপার ও পার,
ভালো বেসে কথা বলবে না আর
সুমধুর হাসি হেসে।।