পাগলের মতো আমি বুঝাতে চেয়েছি,
বোঝাতে পারিনি তবু, আঘাত সয়েছি।
হারিয়েছে সেদিনের গোধূলি সময়,
বিলম্বিত বসন্তের আবেগী হৃদয়।
কথা ছিলো পাল্টাবোনা যত থাকি দূরে,
আচম্বিতে ভেসে গেল সেকথা সুদূরে।
কেন যে বুকের মাঝে হয়ে স্মৃতি মালা,
অতীতের কথা যত দেয় বহ্নি জ্বালা।
ভেবেছিলাম দুজনে রব বন্ধু ভাবে,
মনের গোপন কথা যাকে বলা যাবে।
ভালোমন্দ বেহিসাবি যত কথা আছে,
অসীম বিশ্বাস সাথে বলবো এসে কাছে।
সময়ের জোয়ারেতে ভেসে গিয়ে ভেলা,
হলো ভুল বোঝাবুঝি প্রতিঘাত মেলা।
অবহেলা, অপমান নিয়ে মাথা পেতে,
ফিরেছি বুঝিয়ে মন হবে ভুলে যেতে।
ছিলাম তো বেশ ভালো একান্তে যাপনে,
হঠাৎই আবার কেন এলে এ আঙনে?
তাচ্ছিল্য করেছো যারে দিয়েছো ধিক্কার,
করো কেনো আমন্ত্রণ মিথ্যা তবে আর!
