“ডানা মেলেছে দানা
শহরে তার ঢুকতে মানা”
তাই উৎকলে উৎপাত করে
এ শহরে ঝরালো বৃষ্টি টানা।
নিম্মচাপের ঘোর আস্ফালনে
দানার ফোঁস গর্জন নাদ,
আতঙ্ক মনে আসবে প্রলয়
করবে ঘরবাড়ি সব বরবাদ।
প্রকৃতির খেয়াল বোঝা বড় দায়
হলো প্রচারে সতর্ক বার্তা,
প্রবল বেগে ভয়ঙ্কর রূপে
দানা নাকি ছাড়াবে অসীমের মাত্রা।
কিন্তু, ত্রাহি রব নেই সংকট
বিপন্ন হয়নি দীন জীবন,
উৎকলে দুরন্ত স্রোত বলয়ে
দেখালো তার তেজ,রোষ,গর্জন।
শহরে ঝড়ের প্রকোপ ছিলোনা তেমন
হাল্কা ঝড় সাথে হয়েছে বৃষ্টি,
দুশ্চিন্তার রেশ ক্রমশঃ কমেছে
হয়নি বৃহৎ কোনো অনাসৃষ্টি।