সে এমন কোনো ঘটনার সাক্ষী হয়েছিল,
অসুরকুল হয়তো জেনে ছিল সেটা,
বুঝতে পারছিলনা কিভাবে তাকে সরাবে,
অসুররাজের বুদ্ধিতে সঙ্ঘশক্তি মারল তাকে,
তার মৃত্যু জানাল অনেক কিছু,
খুলে দিল অন্যায়ের রত্ন পেটিকা,
একে একে আটক হল অসুর সেনারা,
অসুররাজের মন্ত্রী শান্ত্রীসহ
অনেকে,
সকলে একস্বরে চাইল এর প্রতিকার,
শৃঙ্খলাভঙ্গের দায়ে স্থান হল কারাগার,
শক্তিমাতা করবে কি এর বিচার,
সঠিক বিচারে জ্বালা জুড়োবে পিতামাতার।