জাগো ওগো নারী হও প্রতিবাদী
কর পণ প্রথা নিকেশ,
মেয়ের বিয়েতে কত শত পিতা
পণের কারণে হয় নিঃস্ব, শেষ।
প্রতিবাদ করে দাও বিয়ে ভেঙ্গে
থাকো উঁচু করে শির,
সমাজের বুকে পণ আজো বেঁচে
বিনাশ করো মেরে প্রতিবাদী তির।
লোভাতুর যারা পণ নেয় তারা
পণে-তে মাপে কনের মান,
কনেকে সুখেতে রাখেনা কখনো
দেয় লাঞ্ছনা, করে অপমান।
পণ দেওয়া নেওয়া দুটোই দোষের
দুজনেই সমান অপরাধী,
দৃঢ়তার সাথে লড়ে যাও তাই
হও কঠোর পণ বিরোধী।
ভালোবাসা ওদের ঠুনকো জেনো
বৈভবটাই বেশি দামি,
লুটতরাজ ওরা পাষান্ড অতি
হয় নাতো কভু আদর্শ স্বামী।
হয়োনা অবোধ করো পণ প্রতিরোধ
আইনের পথে থাকো ঠিক
সোচ্চার হয়ে বলো উঁচু রবে
ভিখারি তোমাদের শত ধিক।