জীবনের স্মৃতি বলে তেমন কিছু ধরা দিল না
যেটুকু ধরা দিল সেটুকু মন থেকে বিদায় নিলো না
যে দিয়েছিল ভালোবাসা
হলো না তার কাছে আসা
দিয়ে গেছে যে অথৈ হতাশা
আমি তার অগোচরে দেখেছি শুধুই নিরাশা
তবু তার কাছে ছুটে যাই অনায়াসে
বাধ্যতার বাধ্যবাধকতায় ভালোবাসা না বাসায় কি যায় আসে?
এখন প্রেমের ক্ষেত্রফল অর্থের অনুকূলে হাসে
অর্থহীন মানবতা যেন বিপদ সম্মুখে ভাসে
প্রেমহীন অর্থের কোন দাম নেই এই ভবে
প্রেমিক প্রেমিক না সেজে এগুলো তারা বুঝবে কবে ?
আমি এই পথের প্রবেশ দ্বার থেকে সরে আসি ক্রমে ক্রমে
তবুও জোর জবরদস্তি চেপে ধরে সেই লালসার মর্মে
এখন পৃথিবীটা কেমন আছে জানিনা
তখন তো ছিল বেশ ভালোই তা এখন কেউ মানে না
আমাদের পৃথিবী ছেড়ে তোমাদের পৃথিবীতে যাব
তোমাদের পৃথিবীতে গেলে আমাদের পৃথিবীর মূল্য পাব
পথের ধারে পথ রেখে আমরা দিক হারাই
কেনই বা মিছে মিছে প্রেম প্রেম খেলা করে, করে যাই বড়াই?
ভন্ডতার আঁতুড়ঘরে আসল প্রেম কেঁদে মরে
আমার তুমিতে তুমি নেই, তোমার তুমিতে আমি নেই এই ঘরে।
জীবন জুড়ে শুধু স্মৃতি আছে আমি নেই
আমার আমির মাঝে অনেক কিছু দামি আছে। আমি নেই, আমি নেই, তবু আমি নেই।