উত্তরবঙ্গের কালিম্পং শহরের ছোট্ট গ্ৰাম চিসং,
সেথায় দেখবে খেলে ফুল, প্রজাপতি রং, বেরং।
লালচে বেটে পাতার গাছ ছেয়ে রাস্তার দু’পাশ,
এসব সিঙ্কোনা গাছ, বৃটিশ আমলে শুরু চাষ।
কিছু দূরে ঘন বড়ো-এলাচ গাছের জঙ্গল,
তার মাঝে মাঝে ধুপি,পাইন,ওক দ্রুমদল
পথ উঠে গেছে সোজা খাড়াই পাহাড়ে,
বইছে তিস্তা নিচেতে রূপোলি বাহারে।
ধাপে ধাপে খেতে সবজি চাষ প্রচুর,
পাকা ফসলে ঘুরে বেড়ায় ময়ূর।
পাহাড় গা ঘেঁষে ছোটো বাড়ি,
অর্কিডে সাজানো বাহারি।
লং টেইলর শ্রাইক পাখি,
রূপ রঙে জুড়ায় আঁখি।
কত যে পাখির মেলা,
কলতানে করে খেলা
বইছে নদী চিসং,
উপত্যকা ঝালং,
শান্ত জলঢাকা,
ধীরে বয় বাঁকা।
অদূরে ভুটান,
মুগ্ধ পরান।
আবেশে।
