স্বপ্নেরা কেমন করে হামাগুড়ি দিয়ে আসে শিয়রে আমার!
আকাশে এখনো বুঝি জেগে আছে তারা;
একফালি চাঁদে বুঝি হয়ে আত্মহারা!
অর্ধেক অবয়বে শিয়রের কাছে এসে
আধেক ঘুমের মাঝে উঁকি দিল কে!
স্বপ্নেরা স্বপ্নের আকাশে বুঝি কলকাটা
ঘুঁড়িটির মত লাট খায় আর লাট খায়,
আর খোলা জানালার পাশে এসে
একখানি মিছে আশা নিয়ে শুধু হাতছানি দেয়।
কৃষ্ণচূড়ার সাথে কামিনীর গন্ধ মেখে
শিয়রের কাছা কাছি এসে শুধু ডাক দিয়ে যায়।
এইতো সেদিন সবে, পরিচয় হল যবে
সেই সব ছবি গুলো কেমন মায়ার ভারে
অবসন্ন করে—
অবসন্ন করে দিয়ে যায়-
উদাসী বিবাগী করে দেয়।
সেই বুঝি ছিল ভালো, পরিচয় নাই হল
এ জীবনে আর,
কী এমন ক্ষতি হোত বলো কতো কার!
আজ শুধু স্বপ্ন হয়ে বারে বারে আস ফিরে
খোলা বাতায়ন পথে শিয়রে আমার।
তবুও যে পথ ধরে, এসেছি একেলা চলে এত দিন পর,
বড় মায়া বসে গেছে, বড় ব্যথা জুড়ে আছে
ভালোবাসা মিশে আছে প্রতি স্তরে তার।
সেই পথ, সেই যেন জীবন যৌবন রথ
তোমার পরশে সব মধু হয়ে যায় শুধু
তোমারই তো কথা ভেবে কাটে দিনরাত।
সেইসব দিনরাত,কি জানি কেমন করে
আশা আর বাসা মিলে
হাতছানি দেয় বারে বার।
সেই বুঝি সোনামন আবার হারানো কোন স্বপ্নের মতন,
আমার গোপন মনে বাসা বেঁধেছিল!
সেই বুঝি বারেবার এতোদিন করে পার
খোলা জানালার পারে স্বপ্ন দিয়ে গেলো ।
হাতছানি দিয়ে গেলো আকাশের গায়!
স্বপ্নের আবেশে কোন অবুঝ মায়ায়
ভোরের তারারা যবে নিভু নিভু হয়,
প্রাণের পরশ লাগে ফুলেদের পাতায় পাতায়
ঊষার স্পর্শে যেন প্রাণ ফিরে পায়
যত বিহগের দল, সোনালী প্রভাত ভোরে উড়ে চলে যায়,
আমার বিবাগী মন ভেসে চলে যায়, কোন দূর নীলিমায় স্বপ্নের ঘোর কেটে যায়।
যেন মনে হয় কিছু নেই, কেউ নেই আর।
সেই সব ছায়া বুঝি মায়া হয়ে ফিরবে না আর।
সেই সে নদীর বুকে, আকাশের নীচে
কত সব উজানে বিহানে
কত খেলা চলেছিল,কত মুগ্ধ গানে,
হারিয়ে গিয়েছি কত, শত মুগ্ধ প্রাণে
কত শত মুগ্ধ ব্যথা কত অন্যমনে
স্বপ্ন হয়ে ঝরে যেত গল্প আর গানে!
সেকি ছিল কেবলই তোমার ছায়া!
আধো আলো আধো অন্ধকারে, কায়াহীন মায়া!
যখনই ভেবেছি আমি তোমার আকাশ
কেবলই আমার হবে, সাগর পাহাড়
শ্যামল সবুজ সব তৃণ গুল্ম যত
যেখানে যা কিছু আছে শুধুই আমার,
তবুও আবার
দুরন্ত স্বপ্নের ঘোরে
পৃথিবীটা ঘোরে শুধু ঘোরে আর ঘোরে, বর্তুল আকারে,
আর আজ যেটা সত্য মনে হয়
কাল সেটা মিথ্যে হয়ে যায়,
আর টানা পোড়েনের রশি ধরে তার
উথাল পাথাল মন
অযুত তরঙ্গ সাথে, গঙ্গায় মেঘনায় ভাসে,
সোণালী চিলের ডানা ধরে নদী স্রোতে উদাসী হাওয়ায়।
সেই সে আলস মায়া,নিদাঘের মায়াবী দুপুরে
বটবীথি তলে,
বটের ঝুরিকা ধরে দোদুল দোলায়
সেই ছেলেবেলা গুলো মনের স্বপ্নের মতো হামাগুড়ি দেয়
শুধু শিয়রে আমার। তবু তার,
যাওয়া আর যাওয়া আর ফিরে ফিরে আসা
সেই ছিল ভালো কতবার।
তাই বুঝি মনে হয়, কাছাকাছি উঁকি দেয় ,
সেই সব সোনালী স্বপন বুঝি স্মৃতি হয়ে যায়
আসি আসি করে তবু থাকে দূরে দূরে
ভাসে শুধু সাগরে প্রান্তরে আর হাওয়ায় হাওয়ায়।
এই বুঝি হল ভালো, সে যখন চলে গেলো
যাকে আর যাবেনাকো ধরা
সে শুধু থাকুক মোর স্বপ্নের গভীরে
আর হৃদয়ের কাছাকাছি হয়ে অধরা।
মনের গভীরে কোন গহীন অতলে
স্বপ্নেরা বারেবারে যাক চলে ঢেউ তুলে
প্রতিটি আঁধার রাতে একে একে প্রশ্নচিহ্ন তুলে।
সোনার সোনালী ছবি স্মৃতিপট জুড়ে
হৃদয় জুড়িয়ে দিক গভীর দুখেতে নয়
সুখেতে আবার উঁকি দিয়ে চলে যাক শিয়রে আমার।
এজনমে যদি আর নাহি হয় পরিচয়
তবু থাক স্মৃতিটুকু তার,
যদি আজ স্বপ্ন মানি তবু সেই ছিল জানি একান্ত আমার!
স্মৃতিগুলো বারে বারে কি জানি কেমন করে
অন্তহীন স্বপ্ন হয়ে যায়।।