পথেই জন্ম পথেই যাপন
পথেই আবাস যাদের,
আলো আঁধার লুকোচুরি খেলে
জীবন ধারাপাতে তাদের।
স্বার্থপর এই দুনিয়াটাতে
কৈতবের দল মেলা,
নিজের টুকু গুছিয়ে নিতে
তারা ব্যস্ত সারাবেলা।
মাথার উপর নেই ছাদ দীনের
নেই প্রশাসনিক আস্থা
উপরে ওঠার স্পর্ধা দেখানোর
একরত্তি নেই অবস্থা।
অনিরাপত্তার অগ্নিবলয়ে বাস
জোটেনা নিয়মিত আহার,
যদিবা উপরে উঠে ধাপে ধাপে
জড়ায় তাচ্ছিল্য, আঁধার।
দায়বদ্ধতা থাকে তাদেরও যে
পরিবার পালন করবার,
দিনরাত পরিশ্রমে যে মজুরি জোটে,
মেটেনা পর্যাপ্ত অন্ন শুধু হাহাকার।
বুভুক্ষু শিশুর জঠর জ্বালা
খিদায় নিদ্রাহীন কাটায় রাত,
নিঝুম রাতে কান্না ভাসে
পথশিশুর আর্তনাদ।