স্বপ্ন ডানায় উড়ছি নভ আঙিনায়
হৃদি মাঝে ছবি আঁকা কত ভাবনার
ইচ্ছেগুলো সঙ্গে নিয়ে খুশির হাওয়ায়
পরিযায়ী হয়ে খুঁজি সুখ পাখিটার।
মেঘ সাথে পাল্লা দিয়ে উড়ি দুর্নিবার
দুর্বার উদ্দাম মন বলাকার মত
সুখ আশায় ঘুরছে মহাকাশ পার
সন্ধানী অক্ষি যুগল খুঁজে ফিরে কত।
যৌবন বন্দরে আজ ঢেউ জাগে শত
চুপিচুপি নেয় ঠাঁই সোহাগ আবেশ
আকাশ পাথার মধ্যে শূন্যতার ক্ষত
ভাবনার গতিপথে একেলার রেশ।
সুখ পাখির সন্ধানে ঘুরে শেষে হায়
মনকে বোঝাই সুখ ধরা নাহি যায়।