পুরুলিয়ার পথে পথে কাশের বাহার
অপরূপা মনোহরা অযোধ্যা পাহাড়।
মাঠে ঘাটে চারিধারে সবুজের বন,
পাহাড়িয়া গ্ৰাম্য পথে রূপের মাতন
অযোধ্যা পাহাড় যাত্রা আঁকাবাঁকা পথে,
মুগ্ধতায় বিহ্বলতা জাগে মনোরথে।
অপূর্ব মার্বেল লেক পাহাড়ের কোলে,
তর্পনিয়া হ্রদ নামে প্রসিদ্ধ অঞ্চলে।
নির্ঝর ঝরনা ধারা বামোনি ও তুর্গা,
মুখোশ তৈরির গ্ৰাম হস্তশিল্পে পূর্ণা।
পাঞ্চেত বড়ন্তি ড্যামে জলে মেঘ ছায়া,
প্রাকৃতিক সৌন্দর্যের অনাবিল মায়া।
গোধূলিতে অস্তাচলে রবি পড়ে ঢলে,
বড়ন্তির মোহময়ী স্বর্ণ রাঙা জলে।
আছে যোগমায়া তথা রঞ্জনডি বাঁধ,
জলে সেথা মেঘ খেলে শরতে অবাধ।
পুরুলিয়ার ছৌ নাচ বিখ্যাত বিশেষ,
চরিদায় মুখোশের নানা রূপ বেশ।
মুরুগুমা শ্রেণী গায় মুরাড়ির গ্ৰাম,
চেলিয়ামা গৌরবের ইতিহাস ধাম।
নিশিভোরে নানা জাতি পাখি করে গান,
সবুজের সমারোহ মাতায় পরান।
ফেব্রুয়ারি মার্চ মাসে পলাশের রঙে,
পুরুলিয়া সেজে ওঠে লালিমার ঢঙে।