পাশাপাশি সুলভ দূরত্বে বসে আছি ।
গাড়ির বাইরের দৃশ্য আমাদের নির্জন নিভৃতি দিতে
লুকিয়ে পড়ছে দ্রুত ভিড়ের আঁধারে ।
নিবিড় আবহে আনমনা ভাব আনতে শীতের মাঘী
উচ্চারণে কীভাবে শব্দ দীপাবলী ফোটাতে হয়
তুমি জানো ।
আমিও জানি তোমার সংশয়ী চোখে এক বাগান
বিশ্বাসী বীজের প্রশ্বাসী কাজল এঁকে দিতে ।
উভয়েই নই শুধু উভয়ের অন্তর্যামী !
গন্তব্যের মোড়ে এসে লেপ্টে থাকে টায়ারের পাতা
তেলের সর্বাঙ্গ সহবাসে ইঞ্জিনের কূপে কূপে
রোম রোম ঘাম ।
একটা সাধারণ চুম্বন কেমন দুর্লভ থেকে
অসাধারণ হয়ে যায় ।