ধ্যেত্তিরি কী, নিকুচি করেছে আমাদের,
অপরাধের তদন্ত যে করে করুক ,
রাজ্যের পুলিশ নাকি কেন্দ্রীয় সংস্থা,
আমরা চাই সত্বর বিচার – সুবিচার।
সবই তো ‘এক গোয়ালের গোরু’ !
রাজনৈতিক দলগুলোর চেঁচামেচি,
রাজ্যপালের রাজনৈতিক ভূমিকায় অবতীর্ণ হওয়া,
আদালতের রাজনৈতিক জুতোয় পা গলানো,
ক্ষমতা দেখানো নিয়ে বিচারকদের নাটক,
বিচারকদের নিজেকে ‘ স্পেশাল ক্যাটেগরি ‘ ভাবা,
আমরা চাই সত্বর বিচার – সুবিচার।
এতো যে দুন্দুভি নিনাদ কেন্দ্রীয় সংস্থা নিয়ে,
সেই যদি বিফলতার ইতিহাসে ভেসে গিয়ে,
বিচার রয়ে যায় অধরা, সময়ের গহ্বরে,
হবে কী তাদের বিচার যারা দিল সব ঘেঁটে!
তাদেরও অবশ্যই বিচার হওয়া উচিত,
আমরা চাই সত্বর বিচার, শুধুই সুবিচার।