আমি ভাসমান ভালোবাসার কথা বলি না
আমি প্রচ্ছন্ন প্রেমের কথা বলি না
আমি অসমান স্নেহের কথা বলি না ।
আমি আসলে সবকিছুর মূলের ভিতরে
এক আশ্চর্য অন্তর্গত টানের কথা বলি ।
বীজের যেমন ছায়ার প্রতি টান
সমুদ্রের টানে সৈকতের পদচিহ্ন ঢেউ
তেমনি পর্বতের টানে মেঘের ঝর্ণা জন্ম ।
সেই অমূল্য টানের নোঙর মুদ্রার ধারে
জং পড়ে যাচ্ছে দেখে আমি পৃথিবীর সমস্ত
মানব মানবীকে ঘেমো স্বরে ডেকে বলি
–এক্ষুনি মাথার রণপাগুলো সরিয়ে ফেলো ।
মনের ভিতরে ঢুকে আছে সেই স্বার্থপর দৈত্য
তাকে ভুলিয়ে দাও তার হিংসুক স্মৃতি ।
সৎ বিশ্বাসে স্পর্শ করো আকরিক মাটির প্রতিভা
সমবেত টানের উত্তাপে ফুটে উঠবে
সুজাতার পরমান্নে অহল্যা মুকুল ।