মাত্র একটা মন উপুড় কবিতা লিখতে চেয়েছিলাম ।
পিলপিল কলম উজাড় হয়ে গেলো ,
সমান্তরাল আমারই ভেতর জীবনের এক বিন্দু
শঙ্খ যাপন তুলে আনতে পারলাম না ।
সামলে সুমলে চলার হামলায় হাজারো শব্দের গামলা
উল্টে গিয়েও লেপ্টে কাৎ হয়ে রইলো ।
এতো ফাঁকি দিয়েছি শুধু সাদা সাদা দিন এঁকে !
চাপ চাপ কালো রাতের রক্তে বিশৃংখলার ঝাঁপি
মিটিমিটি হাসে আমার দীর্ঘ খোলস সং দেখে ।
–কী খেলা দেখিয়ে চলেছো গুরু উপর উপর !
ব্যস্ত ইথারের ব্যাঞ্জো বাজে বাস্তবিক ব্যঙ্গের হাতে ।
সাপের সুপ্ত শীত ভেঙ্গে ঝুলন্ত অনন্ত দড়ির
ভারসাম্য ছিঁড়ে সাহসী শিরায় কবে লিখে যাবো
সার্বিক সত্যের উদোম কবিতা ?