একই দেহে আমার বারবার নবজন্ম হয়
প্রতিটি জন্মের অবশেষ স্মৃতি গেঁথে গেঁথে
আমি এক মালাকার জাতিস্মর হয়ে গেছি
আশৈশব চাঁদ ধরার উসখুস ক্লান্তি জ্বর
মোড়ে মোড়ে মত্ত মাইলস্টোনের
থার্মোমিটারে জমা দিয়েও
বনসাই বল্মিক হয়ে দুহ্য বেঁচে আছি
পুঁতির আঙটি গলে সকালের আশাতীত শ্বাস
দুপুরের টগবগে ঘোড়ায় চড়ে কখন যে
বিকেলের দখনে বেতো মেঘ হয়ে গেছে
সময়ের তারস্বরে টেরই পাইনি
অদ্রাব্য ভাবনার ভার বয়ে কমে গেছে
সাবলীল কবিতার নাদুস নাব্যতা
হয়তোবা শেষ জন্মের তিতাস চড়ায়
আটকে যাবে ছলছলাৎ স্বপ্নের ঢেউ
তার আগে শুধু একবার শেষ পঙক্তি বাগানে
দেখে যেতে চাই থরে থরে শব্দের পরাগমিলন