যখন তোমাকে লুকিয়ে দেখেছি অদ্ভুত নীরবতা,
ঢেউ সাথে নিয়ে কোথায় যে চলে সাগরের গভীরতা।
মেঘের যে ডাকে বজ্র লুকানো ক্ষমাহীন সে ভাদরে,
আমাকেও তুমি চিনেছিলে তবে কতই না অনাদরে!
পথ শেষ হলে বলে দিও তুমি চলার হয়েছে শেষ,
দু-দিনে ক্লান্তি গ্রাস করে নিলো অদ্ভুত সমাবেশ।
বৃষ্টি পাঠাতে বলেছি ওদের মরু সাহারার বুকে,
নেভেনিকো চিতা জ্বলছে সেখানে মরে বুঝি মাথা কুটে।
রক্ত ক্ষরণ হয়নি বন্ধ কবে হবে সে কে জানে
প্রেমের প্রলেপ পাবে কি না পাবে সে কথা ভেবেছি মনে।
কেঁদেছো তুমিও বৃষ্টি ঝরেছে তুমি হয়ে গেছো নদী,
আমি তো সাগর বুক পেতে আছি বুকেতে জড়াতে যদি।
জানি আসবেই ভালোবাসবেই নয়তো জীবন বৃথা,
সাগরে না এলে জল কল্লোলে ভরা নদী মরা সোঁতা!
যতই চেয়েছি টেনে নিতে বুকে, দূরে সরে গেছো তবু,
তত পিছু ডেকে এসেছো বন্ধু হারাওনি জীবনে কভু ।
তাই আজও ডাকি হে সাথী আমার জীবনে মরণে এসো
হয় কাছে থেকে নয় দূরে থেকে একান্তে ভালো বেসো।।