কখনো কখনো রাতের অন্ধকার দিনের আলোর সঙ্গে খুনসুটি করে,
সন্ধ্যা আর ভোরের সেই সময়ে ওদের খুনসুটির পালা।
এতটা বৈপরীত্য, এতটা ভিন্নতা তবুও ওরা মিলে মিশে সন্ধ্যা আনে, ভোর আনে
মানুষ সন্ধ্যার আলোরণে আলোরিত হয়, ভোরের স্নিগ্ধতায় বিমুগ্ধ হয়।
অথচ নিজের বেলায় দিব্যি ভুলে যায় এই সহমর্মিতা, সাহচর্য
হিংসা, অহংকার, লোভের অন্তঃক্ষরা গ্রন্থিকে বারবার উত্তেজিত করে।
আর কষ্ট পায় অহরহ