কুসুম ছড়ানো জীবন মোদের কখনো নয়
প্রতি পদক্ষেপে আছে নানান ঝঞ্ঝা ভয়।
দহন সহন ক্ষমতা অর্জন করেন যিনি
বিশ্ব সংসারে সদা রাজ করেন তিনি।
আগুনে পুড়ে পুড়ে হয় খাঁটি সোনা
সংসারে এরকম ক’জন যায় হাতে গোনা।
কুসুম ছড়ানো জীবন মোদের কখনো নয়
প্রতি পদক্ষেপে আছে নানান ঝঞ্ঝা ভয়।
দহন সহন ক্ষমতা অর্জন করেন যিনি
বিশ্ব সংসারে সদা রাজ করেন তিনি।
আগুনে পুড়ে পুড়ে হয় খাঁটি সোনা
সংসারে এরকম ক’জন যায় হাতে গোনা।