শান্তির ছায়াতালু বড় ছটফটে সেনসেক্স ঘুড়ি ।
দিনের জমানো আলো রাতচরা রাতে
জ্বলে’ সাঁই সাঁই ছাই এর কঙ্কাল ।
কবিতার শেষ কোণে যদিও পেতেছি
এক নৈঋতা নদীর নিভৃতি ,
ঝাঁকে ঝাঁকে যুযুধান সংবাদ শরে
আহত মৌনী সুখ চ্যাটচেটে পোড়ে ।
সময় দিয়েছি ঢেলে কৃত্রিম মেধার পাথরে ।
আমারই পূর্বপ্রাণী হয়তোবা হাজার বছর শেষে
লিখে দেবে হ্যামলেট টু বি … !
সেদিন কি শান্ত হবে
আমি আমি আকাঙ্ক্ষার
জন্মলোভী ডি এন এ সেনানী !
সম্ভাবনার সৈকতে ভোর চোখে
ওঠে নামে কালরুদ্র পাতা ।
খুব ভালো লাগার মতো একটি কবিতা।