ভাব ভাসালে ভাসতে পারি
ভিন্ন পথের অশুদ্ধতায় ,
কোন ব্যাকরণ বাঁধতে পারে
পান্থ হবার প্রসন্নতায় ?
লাগছে ভালো উথালপাথাল
ভুল সাঁতারে ঢেউ এর নাভি ,
কোন সে তালা দীর্ঘ এতো
তল পাবে না মনের চাবি ?
রাত কখনও হিসাব কষে
ভোর মাখানো সকাল খোলে ?
বসন্তে ফুল ফুটবে কতো
তাই জেনে কি মুকুল দোলে ?
সাগর চোখে ঠিক সময়ে
আকাশ ফোঁড়া মেঘ দেখেছো ?
সূর্য সোনার ঝলমলানো
ক’বার স্বাধীন মুখ পেয়েছো ?
সম্ভাবনার সম্ভাবনায়
মাখতে পারি মাহেন্দ্রক্ষণ ,
খোঁজের খিদেয় আনন্দ পাই
বাহুল্য সব পথের ধরণ ।