তোমার তুমুল শোকের ঝাঁক আমাকে দাও ,
আমি তোলপাড় কান্নার বাঁক বয়ে
তছনছ কাক হতে চাই ।
সমান্তরাল আমার এই সঙ্কুল জীবনের পাশে
তুমিই তো বিন্দু বিন্দু আনন্দ শিশিরে মোড়া
কল্পতরু কবিতার তীর্থে ঝরো ঝরো
আরও এক স্বপ্নজীবন !
তোমার পাঠানো উদ্দাম সুখের ঠোক্করে
আমার জমানো জমাট দুঃখ ভেঙে
টুকরো দ্রুত তেরে কেটে তাক ।
আমার শায়িত শরীরে শরশয্যার ইচ্ছে জন্মালে
তোমার জাগানো মনে শানিত সুন্দরের গিটকিরি
” দাঁড়ে দাঁড়ে দ্রুম ! দেড়ে দেড়ে দেড়ে ! “
তোমাকে সূচ্যগ্র কষ্টের ক্ষেতে একা রেখে
চলে যেতে পারি ?
দুজনেই ফলে আছি একই ভূমার প্রশ্বাসে ,
সমূহসঙ্কুল ও স্বপ্নজীবন ।