সময়ের ক্রীতদাস
আমরা সবাই,
সময় করিয়ে নেয়
যা করার তাই।
প্রবাহিত সময়ের
মানুষেরা কুশীলব,
এইসব কথাগুলি
কবি করে অনুভব।
সময় আসে যায়
মানুষেরা বদলায়,
আজ যে প্রতিবাদী
কাল সে অসহায়।
সময়ের ক্রীতদাস
আমরা সবাই,
সময় করিয়ে নেয়
যা করার তাই।
প্রবাহিত সময়ের
মানুষেরা কুশীলব,
এইসব কথাগুলি
কবি করে অনুভব।
সময় আসে যায়
মানুষেরা বদলায়,
আজ যে প্রতিবাদী
কাল সে অসহায়।