বিন্দু বাড়িয়ে নেবো বিপুল বিন্যাসে ,
আমার ভাবনা বানে বাঁধ দেবে কে ?
মুঠিতে মুষ্টি দাঁত চেপে চেপে হিমসিম
সারাক্ষণ ক্লান্ত কাছিম হওয়া মুশকিল বড়ো ।
হালকা আলগা হবার টান ফুরফুরে ফাতনার মতো
প্রতিক্ষণ পাতা আছে সমান্তরাল
এক আশ্চর্য ছিপছিপে ছিপে ।
সংযমী অনিচ্ছার কঠোর কোটর গলে’
পতপত পাতার ইচ্ছে ওড়ে পলকা বাতাসে ।
সাংবিধানিক সময় শুকিয়ে যাবার আগে
মাঝে মাঝে লাভডুব বিন্দুর জন্ম হোক হাড়ে ,
বিন্দু বাড়িয়ে নেবো সব পাওয়া পরিধির ব্যাসে ।