তোমার জীবনে এত গান, এত রঙ, এত ঘ্রাণ
এত কবিতা, এত ফুল, এত পাখী,
তোমায় ঘিরে এত এতো সব সুন্দরের আয়োজন
তবুও শুধু একবারই প্রেম আসে তোমার জীবনে!
তোমাকে ভাসিয়ে নিয়ে যায় সুদূরে বর্নীল স্বপ্নের সাথে,
তোমাকে উড়িয়ে নিয়ে যায় ঝড়ের সাথে অজানা পথে!
তোমাকে তছনছ করে দিয়ে যায় ঝড়ের আঘাতে!
তোমাকে চূর্ণ বিচূর্ণ করে দেয় ভাঙা কাঁচের মতো ।
তোমাকে নি:শব্দে নির্মম ভাবে কেউ হত্যা করে ।
তুমি এখন একটা বেনামি ধ্বংসের স্তূপ ,
তুমি গভীর অন্ধকারে এক গহীন মৃত্যুর কূপ
তুমি একটি জীবন্ত লাশ বিবর্ণ স্বপ্নের আস্তাকুড়ে।
অবশেষে …………
এই যে এত গান, এত রঙ, এত ঘ্রাণ,
এত কবিতা, এত ফুল, এত পাখী,
তোমায় ঘিরে এত সব সুন্দরের আয়োজন
বার বার তোমাকে মনে করিয়ে দেয়
সেই মৃত্যুর কথা।
আমি দু:খিত! তোমাকে হত্যা করেছে কেউ
খুব স্বচেতন ভাবে,
এতদিন পরও তুমি বেঁচে আছ জীবনের সাথে
লড়াই আর সমঝোতা করে করে,
কি বলবে – ভালোবেসে সফল হয়েছো তুমি!?