ভুলে যাবো ওদের
ওদের সবকিছুই ভুলে যাব;
যেন ওরা কোনকালেই আপন ছিল না আমাদের
ঠিক তেমনি ভাবেই আমরাও ভুলে যাব ওদের,
মনে রেখে লাভ নেই কিছু
মনে রাখলেই ব্যথা যন্ত্রণা এগিয়ে আসবে পিছু পিছু;
সবকিছু ভুলে যাব ওদের
এতদিন আপন ভেবেছিলাম যাদের,
ভুলে যেও তুমিও
যাবো ভুলে আমিও
ওকে বা ওদেরকে মনে রেখে বৃথা সময় নষ্ট
বৃথাই মায়ার জালে বাধা পড়ে পাবো কষ্ট;
তাই ভুলে যাওয়াই ভালো
জানি তাতে হয়তো নিভতেও পারে দু একটি আলো,
এই যে সম্পর্কের মাঝে ছিল জমাট বাধা কত রক্ত
এই রক্তের কারণেই হইনি শক্ত;হচ্ছি বিরক্ত
ভুলে যাব, সব ভুলে যাব
মন ভুলতে না চাইলেও ভুলে যাব।