কতদিন তোমাকে হাসতে দেখিনি
মনে হয় বুঝি তুমি হাসতে ভুলে গেছ;
যার সবটাই আমার মনের ভুল
প্রতিদিন তোমার হাসিমুখ দেখাটা অভ্যাস হয়েগিয়েছিল!
তুমি ছিলে আমার সকালের প্রথম কিরণ, যা দিয়ে আমার পৃথিবীটা আলোকিত হয়ে উঠত।
এখন আর আগের মতো করে ভাবতে পারিনা,
জানি না কেন!
হয়তো নিজেকে অনেকটা পরিণত ভাবতে শুরু করেছি।
বুদ্ধির দিক থেকে আমি বরাবরই পিছনের সারিতে ছিলাম।
তাই হয়তো তোমার কাছে সবটা সহজ হয়েছিল।
তোমাকে কতটা বিশ্বাস করতে পেরেছিলাম তার হিসাব আজও মেলাতে পারিনি।
তবে বিশ্বাস ছিল নিজের ওপর সবচেয়ে বেশি,
নিজের ভালোবাসার ওপর ছিল অগাধ আস্থা।
সেদিন এতটুকুও ভাবতে ইচ্ছা করেনি
যে হাসিমুখ দেখে আমি মুগ্ধ হতাম ওটা ছিল আসলে নকল।
আসল – নকলের পার্থক্য করাটা শিখতে পারিনি।
তবু আজও আমি অপেক্ষায় আছি ওই হাসিমুখটা আবার দেখতে পাব!
আবার আমার অন্ধকারময় পৃথিবীটা আলোয় ঝলমল করে উঠবে।
আবার আমি মুগ্ধ হয়ে তাকিয়ে দেখব তোমাকে
আর ওই হাসিমুখটা।
দেখেছ; আবার কি সব ভুলভাল ভাবছি!