এখন সবে বিকেল, সন্ধ্যা নামবে একটু পরে
দিনের আলোয় যতটুকু কাজ সেরে রাখা যায়!
ব্যস্ত তাই, শুধুই ব্যস্ততা।
আকাশের সূর্য ডুবে গেলে
অন্ধকার ঘনিয়ে আসে,
কিছুই দেখা যায় না
পথ চলতে হবে হাতরে হাতরে।
এখন সবে বিকেল সন্ধ্যা নামবে একটু পরে
ভোরের আলোর স্নিগ্ধতা পিছু ডাকে,
যেতে পারি না…..
তাহলে যে পিছিয়ে পড়তে হয়!
এগিয়ে যাওয়াই মূল মন্ত্র।
একটু একটু করে গুটি গুটি পায়ে পথ চলা,
সাঁঝের বাতি জ্বালবো ঠিক
তাই,সব কাজ সেরে রাখা…….।
এখন সবে বিকেল, সন্ধ্যা নামতে আর বেশি দেরি নেই
স্ট্রিট লাইটের মতো সাঁঝের প্রদীপটাও…..
চাঁদের আলোয় কি পথ চলা যায়?
ওটা যে ধার করা আলো।
নিজের জন্য একটা আলো দরকার
তাই সাঁঝের প্রদীপটা ভীষণ দরকার
এখনই সব কাজ সেরে রাখতে হবে
সন্ধ্যা নামতে আর বেশি দেরি নেই।