শ্রাবণ দিনে কাজল আকাশ
মেঘলা অলস দুপুর
উদাস মনে বাজলো হঠাৎ
রিমঝিম ঝিম বৃষ্টি নূপুর।
একলা বসে জানলা ধারে
চেয়ে থেকে গগন পানে
মন উড়ানে চলি ভেসে
মেঘবালিকার সঙ্গ টানে।
বজ্রনিনাদ ঘন ঘন
আতঙ্ক ছায় মনে মনে
দেখি মেঘবালিকার ছুটছে ঘোড়া
উড়িয়ে মেঘ খুরের সনে।
আমায় দেখে মেঘবালিকা
ক্ষণিক থেমে বললো হেসে
একলা তুমি, একলা আমি
চলো যাই হারিয়ে নিরুদ্দেশে।