সারাদিন রিমঝিম শাওন বাদর
পথ ঘাট চারিদিকে ঝাপসা চাদর
অঝোর ঝরনে বাতাস সজল
জলাশয়ে ঝলমলে জল করে টলটল।
মেঘ নীরে শ্রাবণের বাজে জলতরঙ্গ
ব্যাঙ ডাকে মকমক নিশ্চুপ বিহঙ্গ
শালুক পদ্ম কত প্রস্ফুটিত জলে
বৃষ্টি ফোঁটা পদ্মপাতায় ঠমকে দোলে।
প্রাবৃট সময়ে মন্দ্রীত ঝং কার
শ্রাবণী মল্লারের আকুল বাহার
ভিজছে শাখী ভিজছে বসুন্ধরা
নীরধর ঢালে উদকের ধারা।