বয়সের হিসেবটা অন্যভাবে করি
শৈশবের সোনাঝরা দিন যদি ধরি
তাহলে শিশুই আমি তাই বায়না করি
বড়ো হবো নাকো আর ভেসে যাক তরী।
এখনো রয়েছি সেই শৈশবের দিনে
হাতী ঘোড়া বিস্কুট বাবা আনে কিনে
ভাই বোনে কাড়াকাড়ি কে কি নেবে ছিনে
একই স্বাদ তবু রাগ হাতী নেই শুনে।
সেই হাসি সেই মজা খেলা ধূলাতেও
চোর পুলিশ ডাংগুলি ডার্করুম তে ও
পিট্টু লাট্টু আর হুশহুশের মতো
সিরোগজী ফুটবল ক্রিকেটে কে জিরো।
মনে হয় আজও আছি সেই কৈশোরে
পুকুরে ঝাঁপিয়ে পড়ি ডুব সাঁতারে
একদম ওপারেতে ভুস করে ওঠা
ছিপ ফেলে মাছ ধরা অলস দুপুরে ।
আমাদের শৈশবে ছিলো নাকো ফোন
মোবাইল নামটাই শুনিনি তখন
রেডিওতে হতো গান কোথা দূর দর্শন
বড়োদের হাত ধরে মামা মাসী আত্মীয় বাড়িতে ভ্রমণ।
আজকাল কোনো শিশু হয়না অবাক
আজ শিশু সব জানে সব চিচিং ফাঁক
আজ নেই আত্মীয় বাড়িতে ভ্রমণ
ঘরের কোনেতে শিশু ভুলেছে স্বজন,
আমাদের শৈশবে ছিলো ভাই বোন
এখন শিশুর হাতে মোবাইল ফোন।
আজও আছি বিস্ময়ে সব কিছুতেই
বয়স না বাড়ে যেন এই আশাতেই।।