শুভ বিজয়ার দিনে–
শুভ হীন বিজয়ায় দিন কাটাই
বিজয়ার দিনগুলোতেও তাই
সকলকে শুধু বিজয়া জানাই
আমাদের ছিল যত কিছু শুভ
সবকিছু চুরি করে নিয়ে গেছে ঐ ঘোষ বাবু
তাদের সাঙ্গোপাঙ্গরা–
নিয়ে গেছে আরো অর্থবহুল কিছু শব্দ
যার ফলে আমরা–
সব সভ্য নাগরিকেরা হয়েছি জব্দ
হৃদয় জুড়ে ছিল যত কত অনুপ্রেরণা,
ছিল যত সততার প্রতীক
সব শব্দগুলোই আজ হয়েছে দখল,হয়েছে অতীত
খামখেয়ালী আর বেয়াক্কেল বুদ্ধির জোরে
আমরা যে–
মরছি প্রতি পদে পদে, প্রতি ঘরে ঘরে
জীবন শোধনের তরে–
ঐতিহ্যবাহী সেই শব্দগুলো সরে গেছে দূরে
ভর করে আছি মোরা–
দ্রোহ; বিদ্রোহ; আর গ্রহের হাত ধরে।