যে চাঁদ খুশির ঈদ নিয়ে এলো,
সেই চাঁদ আনছে মহান গুরুপূর্ণিমা,
চাঁদে তো নেই কোনো ভেদাভেদ !
এই ধরায় তবে এতো ভেদ কীসের?
যে সূর্যের আলোয় আলোকিত পৃথিবী,
সেখানে দেখি সর্বধর্মের বসবাস,
এই ধরায় কেন এতো বিভেদ তবে!
আকাশেই কী শুধু সর্বধর্মসমন্বয়?
সেখানে মানুষ নেই বলে!
প্রকৃতিও নিজেকে বিলায় অকাতরে,
নেই কোনো বাছবিচার।
যতো নষ্টের গোড়া বুঝি
মানুষেরই আচার ব্যবহার!