আসলে কী জানো,
চলে যাওয়া টা খুব সহজ,
মাটি আঁকড়ে পরে থাকাটাই
সবচেয়ে কঠিন।
গাছের পাতা শুকিয়ে গেলেও,
শিকড়ে টান সেই সুগভীর মাটিতে।
ঠিক খাঁটি বিশুদ্ধ বন্ধুত্বের মতো,
তাই কেউ ইচ্ছে করে হারিয়ে যায় না,
চলে যাবে বলেই হারিয়ে যায়।
তারা মনে করে ছেড়ে আসাটা তাদের নিজের প্রতি গভীর ভালোবাসা!
আসলে কী জানো,
নিজেকে নিজে আমরা সবাই ভালোবাসি,
তাই পরকে ভালোবেসে আপন করা মুখের কথা নয়,
তোমার সুখে সুখী,
তোমার দুঃখে হই দুঃখি,
ভাবতে পারাও খুব সহজ কথা নয়!
তবুও কী আশ্চর্য দেখো,
নারী যেখানে সবচেয়ে বেশি কষ্ট পায় সেখানেই বেশি ভালোবাসা বিলিয়ে দেয়।
তাই চলে যাওয়া খুব সহজ,
শত ঝড় ঝঞ্ঝা উপেক্ষা করে মাটি আঁকড়ে পড়ে থাকাটাই সবচাইতে কঠিন।