উজল রোদে ধরা হাসে,
শুভ্র মেঘদল নভে ভাসে।
এলো শরৎ খুশির ধারা,
আনন্দে তে পাগল পারা।
লাগলো দোলা বনের কাশে।
সমীরণ বয় মধুর বাসে,
শিস দিয়ে হয় দোয়েল সারা,
শিশির বিন্দু ভোরের ঘাসে।
শারদীয়া উৎসব আসে,
ফোটে কমল রাশে রাশে।
পুজোর গন্ধে মাতোয়ারা,
আবেগে মন বাঁধনহারা।
আছি বসে তব আশে।