“স্তব্ধ প্রহর রুদ্ধ চেতনা বেলানিল বিষে ভরা,
পাপের প্রহর কালোর কালিমা তৃষিত বসুন্ধরা”।
ভালো মন্দের বিচার জ্ঞানের পতনের রাজ ভবে,
ধ্বংসের মুখে শহর নগর বারুদ গন্ধ রবে।
মরণের ডাক হাতছানি দেয় হতাহত ভরা মাঠ,
উষ্ণায়নের মাত্রা বৃদ্ধি শুকিয়ে বৃক্ষ কাঠ।
দূষণে দূষণে চারিদিকে ছায় দ্রোহের খেলায় মেতে,
রক্তের হোলি যুদ্ধের নামে মেজাজ সবার তেতে।
দুনিয়াতে আজ লোভ লালসায় মানবিকতার নাশ,
যান্ত্রিকতার মোড়কে জড়িয়ে বহুরূপী রূপে খাস।
কণ্ঠ রুদ্ধ অনুভূতি হীন সম্পর্কের ফাঁদে,
শান্তি লুপ্ত বিবর্তনের আবদ্ধতাতে কাঁদে।
সুপ্ত আশায় বেঁচে থাকা আজ ভাগ্য বদল হবে,
সবুজায়নের পথ ধরে চলে আগামী সুদিন ভবে।
অক্সিজেনের মাত্রা বৃদ্ধি রোপণে বৃক্ষ রবে,
সুন্দর ধরা সবুজে শ্যামলে আপন হস্তে তবে।
বিবেকের জয় মানবিক মুখ ফিরবে সবার ঘরে,
অন্ধকারের অপসারণ যে সত্যের পথ ধরে।
মহাপুরুষের নীতির বাণীতে মনুষ্যত্ব রূপে,
মজ্জায় ভরে মন্ত্র শক্তি শান্তি বার্তা চুপে।