সৃষ্টিকর্তা তোমায় লিখছি চিঠি
এ বিশ্ব হতে হিংসা দ্বেষ রাহাজানি দূর করে
দাও শান্তি আর মানবতায় ভরিয়ে
দেখো,যুদ্ধে বিধ্বস্ত হয়ে কত মানুষ অসহায় মরে।
বাতাসে ভেসে বেড়াচ্ছে বারুদের গন্ধ
ধর্ম নিয়ে সাম্প্রদায়িকতার বিষোদগার,
হানাহানিতে নিথর নিবিড়ের প্রাণ।
রক্তঝরা বিভীষিকা বিরাজে চারিধার।
মানুষে মানুষে নেই সম্প্রীতি প্রেম
বিবেক মনুষ্যত্ব হারিয়েছে পথ,
মিথ্যাচার অরাজকতায় ভরেছে সমাজ
স্বার্থ লিপ্সায় আগ্ৰাসী মনোরথ।
শুধু ভেদাভেদ ঘরে ও বাইরে
মুখোশের আড়ে লিপ্ত অসাধু কাজে
হে প্রভু হাহাকারের রোদন পৃথিবীতে
অনৈতিকতা বিশৃঙ্খলা সর্বত্র বিরাজে।
নেই ভালোবাসা মানসিকতা উদার
ঈর্ষাকাতর রেষারেষি কেবল রোষ
উৎকণ্ঠায় জীবন কাটে দিন রাত
দাও প্রভু সকল মনে সন্তোষ।
