ভাগ্যিস , মগ্ন শব্দ-সহবাসের কোনও আদুরে
শব্দ কবিতার বাইরে আসে না !
এলে , রগরগে আদুড় শিৎকারে প্রলুব্ধ কলম
সুদর্শন পোকার মতো একই কামুক বৃত্তে
চরকি পাক খেতো ।
সাদা পৃষ্ঠা চাইতো আরও তুলতুলে
নরম বিছানা বালিশ ।
পঙক্তির কোণ থেকে ফুলদানি বলতো
–সহবাস গন্ধ মেশানো বসরাই গোলাপ আনো ।
কবিতার মেঝেতে রাখা পিকদানির আব্দার হতো
— মৌটুসী রঙের বেনারসি পান চাই ।
এদিকে , পরকীয়া সন্দেহের কাঁটায় বিদ্ধ হতে হতে
একান্ত সংসারের আলুথালু দশা !
চারিদিকে ঢিঢিক্কার নিন্দের চোটে
পাড়া প্রতিবেশী কেন , চোরও আসে না !
ফিসফিসে ফিসফাস — বহুগামী লম্পট
দিন নেই রাত নেই ছিঃছিঃ !
আত্মপক্ষ সমর্থনে যে একটা কবিতা দেখাবো
তারও যো থাকতো না ।
কেননা সহবাস ধ্বনির অস্ফুট আঠালো আঠায়
লেপ্টে থাকতো কবিতার কলম-বিছানা ।
অথচ কি আশ্চর্য , নিঃশব্দ শব্দ- সহবাসেই
গড়ে উঠলো উপরোক্ত পঙক্তি সমূহ ।
শব্দ ছাড়া আর কেউ জানলো না ,
এমন কি অধরা সুদূর কবিতাও না ।