ঝিরিঝিরি বৃষ্টি সাথে
ঝোড়ো হাওয়া ঘূর্ণিঝড়,
শক্তিশালী দানা আসছে
তৈরি থেকো আপামর।
আসবে নাকি প্রবল বেগে
সবাই সজাগ থেকো তাই,
বিধ্বংসী রূপ নিলে পরে
দুর্গতির শেষ নেইকো ভাই।
ঝিরিঝিরি বৃষ্টি সাথে
ঝোড়ো হাওয়া ঘূর্ণিঝড়,
শক্তিশালী দানা আসছে
তৈরি থেকো আপামর।
আসবে নাকি প্রবল বেগে
সবাই সজাগ থেকো তাই,
বিধ্বংসী রূপ নিলে পরে
দুর্গতির শেষ নেইকো ভাই।