ফিরে আসা
মনেহয় এই তো সেদিন
তুমি এসেছিলে,
তারপর ধারালো সুতোর টানে
ভো-কাট্টা কুড়িটা বছর।
পুনরায় ফিরে এলে তুমি
যেন কোন প্রেতাত্মা হয়ে।
বোধ
যৌবনে
সময় নষ্ট
বার্ধক্যে
বুঝেছি স্পষ্ট।
এখন
অযথা কষ্ট।
অলীক ভ্রমণ
শীতে কোথায় যাবে তুমি
দার্জিলিং না পুরী?
এসো তোমার সাথে আমি
অলীক পথে ঘুরি।
বইমেলা
মেলার সেরা
বইমেলা,
মানুষ ঘেরা
ছেলেখেলা।