আমার কবিতা খাদ্যের লিখেনা কথা
আমার কবিতা বস্ত্রের ভিক্ষা নয়,
আমার কবিতা মানুষের কথা বলে
গ্রাস করে যাদের আতঙ্ক আর ভয়!
আমার কবিতা অধিকার চায়না ভূমির
আমার কবিতা চায়না আবাসন,
আমার কবিতা তাদের বিপক্ষে প্রতিবাদ
যারা দখল যুদ্ধে মানুষকে করছে শাসন!
আমার কবিতা ভিক্ষা চায়না পথে
আমার কবিতা চায়না কোন দান,
আমার কবিতা বিবেককে প্রশ্ন করে
মানুষ কি করে মানুষের কাড়ছে প্রাণ?
পৃথিবীতে যারা যুদ্ধে মাতন তোলে
হাতের মুঠোয় পৃথিবীকে যারা নাচাও!
শিশুর চিৎকার ঢোকেনি তাদের কর্নে
মৃত্যু সমরে বলেছিল “কাকু বাঁচাও”!
একটিবার দেবতাকে ডাকেনি শিশু
চিৎকার করে কাকু ডেকেছিল মুখে!
কালো ধোঁয়ায় মিলিয়ে গেছে ভরসা
নির্লজ্জ কাকুরা সবাই রয়েছে সুখে!
মানুষের আজ কোথায় চেতনাবোধ?
উত্থানহীন শিক্ষার নিমজ্জিত বাতি!
কোথায় ধর্ম মানুষকে সংযত করে
জিহাদ আজ মানুষকে শেখায় আত্মঘাতী!
কি অমানবিক, কি পৈশাচিক, আজ বিবেক
পৃথিবী ব্যাপিয়া গড়ছে কসাইখানা!
প্রতিবাদ আজ শিশিরের শব্দের মতন
অপঘাতে রোজ মৃত্যুর আনাগোনা!
পৃথিবীতে আজ প্রবাহিত মৃত্যুর লহর
বিশ্বায়নে বাষ্পীভূত প্রতিবাদী কন্ঠস্বর!
অস্ত্রের যেভাবে বানিজ্যিক সম্প্রসারণ
সব সমুদ্রের নাম হবে লোহিত সাগর!