আঁচল বিছিয়ে ধরতে চেয়েছি সুখ
চঞ্চলতা সুখের দোসর আজ
অযাচিত ভয় সংশয়ে উন্মুখ
মুঠোফোন জুড়ে ব্যস্ত সময় সাজ ।
বিশ্বাস ছিল হৃদয়ে সেলাই করা
কথকতারা জুগিয়েছে বরাভয়
হঠাৎ যেন পড়ে গেছো তুমি ধরা
দেবতা হয়েও মানুষেই পরাজয় ।
দুর্বার প্রেম কলঙ্কতায় ঢাকা
করতল ছুঁয়ে স্বপ্নেরা উড়ে যায়
এক জন্মেই একনিষ্ঠতা পাকা
উন্মাদিনী কুহকের পিছে ধায় ।
হেমলক বিষে শরীর হয়েছে নীল
তবুও মৃত্যু আলোকবর্ষ দূরে
তপ্ত দুপুরে অসহায় গাংচিল
মীরার ভজন মিশেছে আজান সুরে ।
মহাকাব্যের মূর্ছনা মাখা ঢেউ
শতাব্দী জুড়ে একসাথে পথ চলা
অভিসারে আজ রাধার বদলে কেউ
ধুমকেতু রাত নীহারিকা কথা বলা ।