রাজা কোনো ভুল করতে পারে না।
যতোই বাড়ি-সংসার পালানো স্কুলছুট মূর্খ হোক,
রাজা তো রাজাই হয়!
রাজা বলে কথা!
মূর্খ রাজার মুণ্ডুটি ভরা কূটবুদ্ধিতে,
সামনাসামনি কথা বলতে অপারগ,
সাজানো কথা দেখে দেখে বলে!
একেবারে কাঁপিয়ে দেয় তখন!
মিথ্যে কথার আতস বাজি জ্বলে!
রাজার কথাই শেষ কথা,
যতোই হোক না কেন জুমলা,
রাজা মিথ্যে বললেও সত্যি,
ক্রীত মিডিয়া ফুলঝুড়ি জ্বালায়,
রাজা কখনো ভুল করতে পারে না!
সারাদিন অঢেল খায় দায় জনতার টাকায়,
সেই মানুষদেরই পিণ্ডি সে দিব্যি চটকায়!
অন্ধ ভক্তরা সদা গলা ফাটায়,
সঙ্গত করে দালাল মিডিয়া,
সান্ধ্য আসরে বসে ভাঁড়দের দল,
উচ্চকণ্ঠে করে রাজ-গুণগান –
রাজা কোনো ভুল করতে পারে না!