মনের মাঝে ঢেউয়ের খেলা
গানের তানে মেলে,
পুরানো সেই দিনের কথা
চিত্ত মাঝে খেলে।
প্রেমের জোয়ার উঠলো ভেসে
মনের দুয়ার জুড়ে,
দুঃখ সুখের বারো মাস্যা
রঙিন স্বপ্নে মুড়ে।
মনের মাঝে ঢেউয়ের খেলা
গানের তানে মেলে,
পুরানো সেই দিনের কথা
চিত্ত মাঝে খেলে।
প্রেমের জোয়ার উঠলো ভেসে
মনের দুয়ার জুড়ে,
দুঃখ সুখের বারো মাস্যা
রঙিন স্বপ্নে মুড়ে।