হাজারো বছরের রক্তঋণ বীজে
জন্ম নিচ্ছে কবিতার অক্ষর অঙ্কুর
এক কুরুক্ষেত্র কষ্টের জমাট পাহাড়ে
হুমড়ি খেয়ে পড়ছেন বিপ্লবী যিশু
পেরেকগুলির শোকশব্দ শোনা যাচ্ছে
হাতুড়ির চোখে কান্নার নদী
মহাত্মা লুটিয়ে পড়লেন মাটিতে
ডুকরে উঠলো মহিয়সী মৃত্তিকার বুক
আমৃত্যু অহিংস রয়ে গেলো
গডসের অবাধ্য পিস্তল
লোরকার আগুন নেভাতে ব্যস্ত
সারি সারি বন্দুকের জল
ইতিহাসের কালক্রম ফুঁড়ে
উঠে দাঁড়িয়েছে চে’র কবরের ক্রোধ
গাজার হাসপাতালে মায়ামেঘ হতে না পেরে
অগত্যা বোমা বৃষ্টি হয়ে ভেঙে পড়ছে
মানবিক মিশাইল মন
উনমানবগোষ্ঠী মানুষ না ও হতে পারে
হাতুড়ি পেরেক পিস্তল বোমা মিশাইল মাটি …
এরা প্রত্যেকেই কবিতার চৈতন্য মানব