কথার বীজে গাছ গজিয়ে দীর্ঘ হলো বন
অথচ যে কথা কাছেই ছিলো
সে পথে হাঁটেনি ওই দূরগামী মন ।
বনে এসে হারিয়েছি আসল সে কথা
যে কথা সোনার কাঠি ছুঁলে রূপকথা ।
কাছের শেকড়ে যাবো , ছেড়ে দাও বন
বাড়তি কথার মুখে ঢেলেছি লবণ ।
ভেসে ভেসে সাদা মেঘে বৃষ্টি খুঁজেছি
শরীরে সাগর ছিলো সে কথা ভুলেছি ।
এই যে কবিতা বুনি ভাবনার তাঁতে
যত বাড়ি ছোট হই সূর্যের রাতে ।
রাত তবু কথা লেখে বহতা বাতাসে
আসল কথাটি যেন মনের ভিতরে
ঘাসফুলে পরাগের পালে পালে ভাসে ।