তোরা কে হে তালেবর হরিদাস!
তোদের পৈতৃক জমিতে মোদের বাস?
আমরা কখন, কী খাবো বলবি তোরা!
এ তো দেখছি তালিবানের কপি হতচ্ছাড়া।
তোদের গুরু পোশাক দেখে মানুষ চেনে,
নিজে যে সবচেয়ে বড়ো অমানুষ সেটা মানে?
গুরুর চামচা আবার চেনে খাদ্য বিচারে মানুষ,
পাগল-ছাগলদের আবার থাকে নাকি হুঁশ!
ধর্ম ধর্ম করে মরিস তোরা ধর্মোন্মাদের দল,
ধর্ম নয় রে হতভাগা, অন্ন শরীরে জোগায় বল।
জনতার দৃষ্টি ঘোরাতে তোরা পাকা ওস্তাদ সব,
হঠাৎ করে গুরুত্ব পায় নির্বিরোধ হিজাবের রব!
তোদের মাথায় কী শুধু গুবরে পোকা হাঁটে,
ঈশ্বরকে বিক্রি করিস রাজনীতির মাঠে!
ও রে, কিছুই কী নিস নি শিক্ষা পড়ে ইতিহাস,
তোরা এমন মূর্খ ভাগ্যের নিদারুণ পরিহাস।
গুরুর ছিল স্কুল পালানোর পাক্কা অভ্যাস,
তাই বুঝি তোরা হয়েছিস অন্ধভক্ত দলদাস!
হাটে – মাঠে – ঘাটে করছিস সদা যথেচ্ছাচার,
বুঝবি সেদিন শান্ত জনতা যখন দেবে আচ্ছা মার!