কেমন করে লিখলে কবি
দুঃখ সুখের আলবোলা টান
ফুরুৎ ফুরুৎ সমান সমান !
বিষাদী হূল গুনগুনিয়ে
কুঁড়ির কোলে মুখ বাড়িয়ে
গাইবে বেদম মৌ-কূপী গান !
কেমন করে চাইলে কবি
যুদ্ধ ঢুলে পড়বে ধপাস
জাগবে না আর শান্তি খেকো !
একলা বুড়ি যমকে হেঁকে
বলবে — যখন করলে দেরী
দখিন – খোলা পাল্কী রেখো !
কেমন করে ডাকলে কবি
ভাটার বালক ফিরবে স্কুলে
হুড়মুড়িয়ে সাক্ষ্য প্রমাণ !
ঠাণ্ডা সময় সঙ্গী খুঁজে
সত্য শাখায় উঠবে দুলে
শেষ হরফে শুরুর সোপান !