জীবন সত্যি অনেক কিছু শিখিয়েছে —–
শিখিয়েছে বাস্তবকে মেনে নিতে হয়,
চরম বিপদে মাথা ঠান্ডা রেখে কাজ করতে হয়।
নিজের কর্মের অধিকার নিজেকে গড়ে নিতে হয়,
একটা সময় ছিল যখন মনে হতো কত কিছুই পারবো না —
আজ আবার মনে হয় হয়তো সব কিছুই পারতে হবে,
মেনে নিতে হবে —
না মেনে নিলেই পিছিয়ে পড়তে হবে।
কবিতাটি লিখতে লিখতে —
আনা লুই স্ট্রং এর “দুরন্ত নদী” বইটির কথা মনে গেলো —-
উনি একটি গান শিখিছিলেন —-
” আমরা আপন ভাগ্যের কারিগর,
আঘাতের পর আঘাতে কঠিন”
সত্যিই তাই জীবনে যত আঘাত আসবে ততই মনে হয় আমরা আরও দৃঢ় তার সাথে বাঁচতে শিখে যাই,
শিখে যাই পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে লড়াই করবার এক উদ্যমতা।