আমি তোমাদের কিছু তেমন দিতে পারলাম না
যেটুকু দিয়েছি তার দাম পেলাম না
তোমরা যা কিছু পেয়েছ ওগুলো কিছুই নয়
যা কিছু আমি দিতে পারিনি সেগুলোকেই তোমাদের বড় অপ্রাপ্তি মনে হয়।
আমার ফাঁদে পড়ে তোমরা ভুল করেছো
আমার সাথে মালা বদলের–
সিদ্ধান্তটাও ছিল তোমার চরম ভুল
আমি বুঝে উঠতে পারিনি তখন
কোনদিনও —
পারবো না যে ফোটাতে তোমাদের চাহিদার ফুল
এই অভিশপ্ত জীবনের পাশে
তোমাদের এই —
দুষ্প্রাপ্য জীবন কেন নিয়ে এলে বলো?
আমাদের অজান্তে —
এক বিরাট বড় ঝড় গোপনে জন্ম নিল
তখন মাঝপথ থেকে তোমাদের চলে যাওয়া
এমন ভগ্ন মনে —-
বিদায় দিতে গিয়েও বিদায় না দিতে চাওয়া
তোমাদের পথে জঞ্জাল রূপে–
এসেছিলাম কি শুধু আমি একা?
তাইতো হঠাৎ —
ঝেঁটিয়ে করছো বিদায় তোমাদের রাস্তা হবে ফাঁকা
কোন এক অপরাহ্নে —
দেখা হবে কি হবে না জানি না
সেদিনের রাতে যদি —
মরে যাই জানতে পারবে কিনা জানিনা
যদি শোনো আমি মরে গেছি; তবে আনন্দ করো
যদি শোনো আমি বেঁচে আছি; তবে গলা টিপে ধরো
তোমাদের হতে মুক্তি পেতে চাই আমি
আমার হতে মুক্তি পেতে চাও তুমি
একদিন প্রসঙ্গ আসবে ফিরে
সেদিন হবে সব মুলতবী
ফিরে যাবে ঘাটে ফিরে আসা তরী বাওয়া এই কবি।